নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ শহরের বেউথা ঘাট বালু ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সন্ধায় বেউথা এলাকায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় । সমিতির সভাপতি আরিফুল ইসলাম টুটুল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: হাশেম আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক তামজীদ উল্লাহ প্রধান লিল্টু, পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর শেখ, পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাহাদত হোসেন নান্টু, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মেম্বার,জেলা তাঁতী লীগের সভাপতি টুটুল, সাধারন সম্পাদক এডভোকেট সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাদশা মিয়া, রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া, আল-আমীন খান, জনি বিশ্বাস, সাইফুল ইসলাম, মীর টুটুল, পান্নু মিয়া, বাচ্চু মিয়া, সালাউদ্দিন, হিরু মিয়া,আলমগীর হোসেন, পলাশ, আব্দুর রহিম প্রমুখ।