মানিকগঞ্জ: করোনায় জীবনবাজি রেখে কাজ করার জন্য মানিকগঞ্জের সাংবাদিক, জেলা প্রশাসক, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পৌর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় জেলা আওয়ামী লীগের যুুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি সালাউদ্দিন রিপন, বাংলা নিউজের সাজিদুর রহমান রাসেল, মাইটিভির আজিজুল হাকিম, দেশ টিভির আব্দুল আলীম।
পরে পৌর যুবলীগের পক্ষ থেকে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।