মানিকগঞ্জ: কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে যুগান্তরের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।
যুগান্তরের প্রতিনিধি মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আরটিভি ও ডেইলী স্টারের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি দুর্জয় বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ প্রকাশে দৈনিক যুগান্তর প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত অগ্রণী ভুমিকা পালন করে আসছে। অত্যান্ত গৌরবের বিষয় এই যে পত্রিকাটি জন্মলগ্ন থেকে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও উদার মূল্যবোধের ধারণা করে আসছে যে জন্য সব মহলে পত্রিকাটির আলাদা মর্যাদা রয়েছে।