মানিকগঞ্জ : মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচা বাজার সংলগ্ন (দক্ষিনে পাশে) শহর বাসীর দৈনন্দিন পন্য ক্রয়ের সুবিধার জন্যে পৌর মার্কেটের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম মার্কেটের নির্মান কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ মাস্টার, ইঞ্জিনিয়ার মো. আব্দুল মান্নান, পৌর মার্কেট বাজার কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেনসহ বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Facebook Comments Box