মো. ইউসুফ আলী: মানিকগঞ্জে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিলের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি ও আ’লীগ নেতা এমএ জলিল মোল্লার উদ্যোগে আজ শনিবার বিকালে ভাড়ারিয়া ইউনিয়নের মালাকার মোড়, ভাড়ারিয়া ইউনিয়ন আ’লীগ কার্যালয়, বাঘিয়া এসকে শহিদ রফিক উচ্চ বিদ্যালয় ও তার নিজ বাড়িতে দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালিরটেক বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মাহাতাব, ব্যবসায়ী শেখ কামাল হাজী, মো. আব্দুল হাকিম মিয়া, কাজী মিলন, নাসির হাজী, আ’লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষজন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আরিফুল ইসলাম। দোয়া ও মিলাদ শেষে ৫ শতাধিক গরীব ও দুস্থ্য মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়।