মানিকগঞ্জ: বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।
সোমবার (১৫ মার্চ) সকালে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার হৃদয়, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার সুমন ও মোঃ হোসাইন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, সিংগাইর থানার এসআই মওদুদ কামালসহ চৌকস অভিযানিক দল গত রবিবার রাতে সিংগাইর ও ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি চোরাই টিভিএস এ্যাপাচি আরটিআর মডেলের মোটরসাইকেল উদ্ধারসহ তিনজন চোরাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানার মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
Facebook Comments Box