আর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, দেশে স্থানীয় নকশায় ভেন্টিলেটর তৈরি শুরু হয়েছে ।
এক টুইটে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, দেশীয় ভাবে প্রথম তৈরি করা ভেন্টিলেটর শিগগিরই হস্তান্তর করা হবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কাছে।
মহামারির মধ্যে আরও দেড় হাজার ভেন্টিলেটরের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানায় পাকিস্তান। তারই কদিনের মধ্যে দেশে ভেন্টিলেটর তৈরির ঘোষণা এলো।
বর্তমানে কোভিড-১৯ রোগীর চিকিৎসায় সরকারি হাসপাতালে ১ হাজার ৫০৩টি ভেন্টিলেটর আছে। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ২ হাজার ৯৫৫ জন। মৃত্যু বেড়ে ৪ হাজার ১১৮ জন।
Facebook Comments Box